★*★পলাতক চাদ★*★

লিখেছেন লিখেছেন মামুন ১৩ মে, ২০১৬, ০৯:৫২:৩৮ সকাল

বাইরে বৃষ্টি।

বেশ আগেই সন্ধ্যা নেমেছে, বৃষ্টিস্নাত ঝাপসা কাচের ওপারের দ্রুত সরে যাওয়া দোকানগুলির আলো, বাসের জানালার পাশে বসে থাকা কণার কাছে, ছবির মত মনে হয়।

আজকাল কত কিছু-ই তো মনে হয়!

জানালা দিয়ে দমকা বাতাসের এক আউলা ঘূর্ণি, বুকে করে সুগন্ধি বয়ে নিয়ে আসে। এক পলকে বিবশ মন ধীরে ধীরে আরো প্রগলভ হয়ে উঠে।

সুগন্ধি তেল মানুষটির খুব পছন্দ ছিল!

কেয়োকার্পিণ! কাধ অবধি নেমে যাওয়া ব্যাক ব্রাশ করা চুল ছুঁয়ে ছুয়ে, আশপাশ টা সুঘ্রাণে মুখর করে প্রিয় মানুষটি ওর হাত ধরে যখন হেটে যেত, জীবনটাকে কেন জানি সম্পুর্ণ মনে হত কণার কাছে!

বাস ভর্তি পুরুষদের দিকে তাকিয়ে, ঘ্রাণের উতসমূল খুঁজে ফেরে এক বিষন্ন নারী। বিভিন্ন অবয়বের এক একজন পুরুষ। কিন্তু ইদানিং এরা কেবলি পুরুষ, কেন জানি এরা মানুষ হতে চায় না এক 'সিংগেল মাদারের' সামনে।

প্রিয় মানুষ যখন স্বেচ্ছায় পলাতক চাঁদ, পুরুষেরা তখন মানুষ হয়ে উঠবে কেন?

★ মামুনের অণুগল্প

বিষয়: সাহিত্য

১১৭৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

368923
১৩ মে ২০১৬ সকাল ১০:৩১
মোহাম্মদ লোকমান লিখেছেন : ভালো লাগলো। Happy
১৩ মে ২০১৬ সন্ধ্যা ০৬:২৪
306232
মামুন লিখেছেন : ধন্যবাদ প্রিয় লোকমান ভাই।
368928
১৩ মে ২০১৬ দুপুর ১২:০৯
সন্ধাতারা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৩ মে ২০১৬ সন্ধ্যা ০৬:২৫
306233
মামুন লিখেছেন : আপনাকে ও অনেক শুভেচ্ছা।
368950
১৩ মে ২০১৬ রাত ০৮:০২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৪ মে ২০১৬ সকাল ০৬:১৭
306262
মামুন লিখেছেন : স্বাগত এবং শুভেচ্ছা আপনাকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File